‘পেত্নি’, ‘কুৎসিত’, ‘এই নায়িকাকে হটানো হোক ধারাবাহিক থেকে’, ‘একে তো কাজের লোকের চরিত্রেই মানায়’!… এহেন অজস্র কমেন্ট প্রায়শই উঁকি মারে অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) সোশ্যাল মিডিয়ায়।
অবাক হতে হয় এই ভেবে যে, যে দুনিয়ায় মার্কিন মুলুকের জর্জ ফ্লয়েড হত্যা নিয়ে এত সোশ্যাল মিডিয়া পোস্টের হিড়িক, চাপের মুখে পড়ে ফর্সা হওয়ার ক্রিমের ব্র্যান্ডও নাম বদলাতে বাধ্য হয়, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজও মানুষের ‘মনের কালিমা’ দূর করা যায়নি।
আজও একজন অভিনেত্রী তথা মানুষকে গায়ের রং নিয়ে ‘খোঁটা’ খেতে হয়। বর্ণবিদ্বেষের শিকার হতে হয়। তবে এবার আরও একধাপ এগিয়ে আক্রমণ করা হয় শ্রুতিকে। অভিনেত্রীর চরিত্র হনন করতেও পিছপা হননি এক নেটিজেন। আর সেই কুৎসিত আক্রমণের প্রেক্ষিতেই লালবাজারের দ্বারস্থ হন শ্রুতি দাস।
স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে এক নেটিজেন ‘দেশের মাটি’ ধারাবাহিক থেকে শ্রুতি দাসকে বাদ দেওয়ার দাবি তুলে লিখেছিলেন, “এই সিরিয়াল থেকে বাদ দেওয়া হোক ওকে। ফালতু একটা মেয়ে। ওকে খুব সামনে থেকে আমাদের দেখা। শুধু তাই নয়, শরীর বিক্রি করার মতো অশ্লীল শব্দও ব্যবহার করেছেন ওই নেটিজেন মহিলা।”
নজর এড়ায়নি শ্রুতির। স্ক্রিনশট নিয়ে সোজা লালবাজারের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। সূ্ত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস।