ভারতের বড় পর্দায় পা রাখতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা। গত বছরেরে নভেম্বরে সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে নির্মাতা রাজর্ষি শেষ করেছেন ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র শুটিং।
এবার তিনি শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মাণ করতে চলেছেন নতুন সিনেমা। রাজর্ষির এ সিনেমাতেই মিথিলার অভিনয় করার গুঞ্জন শোনা যাচ্ছ।
টলিপাড়া সূত্রে জানা গেছে, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে অভিনয় করবেন মিথিলা।
টিম ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র বেশির ভাগ অভিনেতা এই ছবিতেও অভিনয় করবেন বলেই শোনা যাচ্ছে। কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ছবির প্রযোজনা করবেন গানবাজনা মিউজিক গ্যারাজ স্টুডিওর কর্ণধার। শোনা গেছে, সিনেমার বড় অংশের শুটিং হবে কলকাতাতেই।
প্রসঙ্গত, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে সম্প্রতি ঢাকা থেকে কলকাতায় পৌঁছেছেন মিথিলা।