বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পিকআপ ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ নিহত হয়েছে পাঁচ জন। আহত আরো পাঁচ জন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে মাছবাহী একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। পথে হাতিয়া এলাকায় উত্তরবঙ্গের দিকে যাওয়া অ্যাম্বুলেন্সটির সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত হন সাত জন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।