দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে বিধিনিষেধ ভঙ্গের দায়ে ৮৫৫টি মামলা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বিকাল ৫টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন অনুসারে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। মামলা হয়েছে ৮৫৫টি।