বগুড়ার আদমদীঘিতে ৫৬ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার ( ৪ জুলাই) বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের মনসুর আলীর ছেলে বাপ্পা (৩৫), ডালপট্টির মৃত মোহাম্মদ আলীর ছেলে আফছার আলী (৫০) ও হাটখোলা নতুন বাজার এলাকার মৃত শ্রী মাধব চন্দ্রের ছেলে আনন্দ (৩৬)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিলেন কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সেখানে অভিযান চালিয়ে ৫৬ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইন চার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।