করোনায় দেশে আরও ১৬৩ জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত ১১ হাজার ৫২৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩৯২ জনে। মোট শনাক্ত ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। আজ মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে আজ বিশ্বে করোনায় ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (৬ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ লাখ ৫২০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৫৫৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯২ লাখ ৯২ হাজার ১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৪৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৬ হাজার ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৩২৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৩৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২১ হাজার ৩৩৫ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ১১ হাজার ৫৮০ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৯ লাখ ৯২ হাজার ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ২২৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৬৭৩ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার ৯৩৯ জন। মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ৩১০ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৮৩১ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ১৬৪ জন মারা যান। গত সপ্তাহ ধরে প্রতিদিন একশোর বেশি লোক করোনায় মারা গেছেন। দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।