বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিল খন্দকারকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল জলিল উপজেলার তালোড়া বাজার এলাকার মৃত ময়েন উদ্দীন মন্ডল খন্দকারের ছেলে। দীর্ঘদিন জামিন না নিয়ে পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) হাসান আলী জানান, ২০১৮ সালে বিষ্ফোরক আইনে তালোড়ার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিলের বিরুদ্ধে নাশকতার একটি মামলা হয়। এরপর থেকে তিনি জামিন না নিয়ে পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার দুপুরে উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।