fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকটুইটার-গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা ট্রাম্পের

টুইটার-গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা ট্রাম্পের

টেক জায়ান্ট টুইটার, গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউজার্সির গলফ রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মিয়ামির ডিস্ট্রিক্ট কোর্টে করা হয়েছে মামলাটি। তিনটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের মূল আসামি করা হয়েছে এ মামলায়।

ট্রাম্পের অভিযোগ, অন্যায়ভাবে টেক জায়ান্টগুলোর সেন্সরশিপের শিকার হয়েছেন তিনি। যা, স্পষ্টভাবে বাক স্বাধীনতা হরণের শামিল।

ট্রাম্পের আরও অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এবং ডেমোক্র্যাটরা যৌথভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। এসময় নিজের বাকস্বাধীনতা হরণ, অ্যাকাউন্ট নিষিদ্ধ এবং বাতিল অবসানের দাবি জানান তিনি। বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে যদি প্রেসিডেন্টকে নিষিদ্ধের এখতিয়ার থাকে তাহলে আরও ভয়াবহ কাণ্ড ঘটাতে পারবে তারা।

চলতি বছর জানুয়ারিতে, পার্লামেন্ট ভবন- ক্যাপিটল হিলে সমর্থকদের তাণ্ডবের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হয় ট্রাম্পের অ্যাকাউন্ট। বিভিন্ন ভাবে চেষ্টা করেও এসব প্লাটফর্মে ফিরতে পারেননি তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments