শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ গোলে ইংল্যান্ডের স্বপ্ন চুরমার করে দিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোর শিরোপা জিতল ইতালি। ওয়েম্বলিতে ইতালি ইংল্যান্ড ফাইনাল ম্যাচের ৯০ মিনিটের খেলা ১-১ গোলের ড্র হওয়ার ফলে ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে। ১৫+১৫ =৩০ মিনিটে কোন গোল না হলে ম্যাচের ভাগ্য ফয়সালার জন্য টাইব্রেকারের আশ্রয় নেয়া হয়।
সোমবার ভোররাতে ফাইনালে মাত্র দুই মিনিটের মাথায়ই এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর সমতায় ফিরে ইতালি। কর্নার কিক থেকে ভেসে আসা বলে আলতো ছোয়ায় বল জালে পাঠান ইতালি ডিফেন্ডার লিওনার্দো বুনুচ্ছি।স্বপ্নের ফাইনালে উঠেছে ইংল্যান্ড।
এর আগে কখনোই ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণি ম্যাচে খেলা হয়নি তাদের। সর্বোচ্চ ১৯৬৮ ও ১৯৯৬ সালে দুবার সেইফাইনালে খেলেছিল তারা। ইতালির জন্য অবশ্য এই ফাইনাল নতুন কিছু নয়। এর আগেও তিনবার ফাইনাল খেলেছে তারা, শিরোপা জিতেছে একবার।
২০০০ সালের পর ২০১২ সালেও রানার্স আপ হয়েছিল আজ্জুরিরা। টানটান উত্তেজনার এ ম্যাচে নিজেদের মাঠে ওয়েম্বলিতে দুই মিনিটের মাথায়ই এগিয়ে যায় ইংলিশরা। কেইরন থ্রিপিয়ারের পাস থেকে উড়ে আসা বলে দুর্দান্ত শট নেন ডিফেন্স থেকে দৌড়ে আসা লুকে শ। তার শট ইতালি গোলরক্ষক জিয়ানলুইগি ডোন্নারুমা বুঝে ওঠার আগেই ইংল্যান্ডের লিড ১-০ গোলে। প্রথমার্ধে অবশ্য ইংল্যান্ড একটিই আক্রমণ করেছে, ইতালি পোস্ট বরাববর তিনটি শট নিলেও সেগুলোর কোনোটিই লক্ষ্যে ছিল না।