নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। একটি মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ এই বোমা উদ্ধার করে।
রবিবার রাত ১২টার দিকে ওই বাড়িতে বোমা উদ্ধার অভিযান শেষ হয়। এরপরই জঙ্গি আস্তানা সন্দেহে বন্দর থানার আরেকটি বাড়ি ঘেরাও করার কথা জানানো হয়েছে। সেখানেও অভিযান চালানো হবে। এ কথা জানান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।
সিটিটিসির কর্মকর্তারা বলেন, প্রায় আড়াই ঘণ্টা ঘিরে রাখার পর রবিবার রাত সাড়ে ১০টার দিকে মিয়াবাড়ি এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। সেখান থেকে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে সিটিটিসির সদস্যরা। এগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক আব্দুল্লাহ মামুন নব্য জেএমবির সক্রিয় সদস্য। গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। পুলিশবক্সে হামলা চেষ্টার সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মামুন।
পাঁচগাও এলাকায় ঐতিহ্যবাহী মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন এই মামুন। বোমা তৈরিতে ব্যাপক দক্ষতার কারণে তাকে ‘ডেভিল কিলার’ নামেও ডাকা হতো। তার অপর একটি সাংগঠনিক নাম আব্দুল ওয়াকিল আল খলিফা। এই ‘ডেভিল কিলার’ এর আস্তানায় আরও বেশ কয়েকজন জঙ্গি বোমা তৈরির প্রশিক্ষণ নিতেন। আস্তানাটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে। কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। তবে ভেতরে আর কোনো জঙ্গি সদস্য নেই বলে জানা গেছে।