গাজীপুরের কালিয়াকৈরের চান্দরা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গরু ব্যবসায়ী আমজাদ হোসেন ও ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলে নিহত হন।
আনুমানিক রাতে ৩ টায় গতকাল রবিবার (১১ জুলাই) উপজেলার চান্দরা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, উপজেলার চান্দরা এলাকায় রবিবার (১১ জুলাই) রাতে রড ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চাপায় গরু ব্যবসায়ী আমজাদ হোসেন ও হেলপার মনির হোসেন হৃদয় নিহত হন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।