fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশময়মনসিংহমমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শেরপুরের ৩ জন, ময়মনসিংহের দুইজন, নেত্রকোনার দুইজন, গাজীপুরের একজন, টাঙ্গাইলের একজন। তারা হলেন- নেত্রকোনার আব্দুল খালেক (৬৫), সিদ্দিকুর রহমান (৬৫), শেরপুরের মোছাম্মত রোজি (৩৫), নকলার আব্দুর রহিম (৭৩), শ্রীবর্দীর ফজলুল হক (৬৫), গাজীপুরের সুবর্ণা আক্তার (২০), টাঙ্গাইলের নাসির উদ্দিন (৭০), ময়মনসিংহের আবদুল মতিন (৩২), আবুল হোসেন (৫৮)। নিহত আবুল হোসেন ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ছিলেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৫ জন, টাঙ্গাইলের ৪ জন, নেত্রকোনার একজন ও গাজীপুরের একজন। তারা হলেন- ময়মনসিংহের নূরজাহান (৬০), মোবারক আলী খান (৩৭), সোহরাব হোসেন (৬০), ফজলুর রহমান (৫৮), ঈশ্বরগঞ্জের জালাল উদ্দিন (৫০), টাঙ্গাইলের আনোয়ার হোসেন (৬৫), ধনবাড়ির আনোয়ার (৪০), রহিমা বেগম (৬০), মিনারা বেগম (৬০), নেত্রকোনার বারহাট্টার অমল বিশ্বাস (৭৫), গাজীপুরের শ্রীপুরের সিরাজুল ইসলাম (৬০)।

তিনি বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৩৭৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৭০ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments