fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটহেরেছে ভারত সমতায় ফিরেছে শ্রীলঙ্কা

হেরেছে ভারত সমতায় ফিরেছে শ্রীলঙ্কা

তিন ম্যাচ টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচ ২ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে নিয়েছে লঙ্কানরা।

সিনিয়র ক্রিকেটাররা নেই ভারতীয় দলে। দ্বিতীয় সারির দল নিয়েই লঙ্কানদের কঠিন পরীক্ষা নিচ্ছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জেতার পর প্রথম টি–টোয়েন্টিও জিতেছে তারা। তবে এবার ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে সমতা ফিরিয়েছে তারা।


এই ম্যাচের আগে অবশ্য করোনা হানা দিয়েছে ভারতীয় দলে। ক্রুনাল পান্ডিয়ার করোনা ধরা পড়ার পর আইসোলেশনে চলে যেতে হয়েছে আরও ছয়জন ক্রিকেটারকে। দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাই খেলতে পারেননি পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, ইশান কিষানরা, হার্দিক পান্ডিয়ারা।

টস হেরে ব্যাট করতে নেমে ভারতের স্কোরবোর্ডে সংগ্রহটা আশানুরূপ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে পেরেছে তারা। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় এই রান তোলে তারা। এরপর মিডল অর্ডারে হাল ধরতে পারেননি কেউই। ওপেনার রুতুরাজ গায়কোয়াড করেন ১৮ বলে ২১ রান। এছাড়া শিখর ধাওয়ান করেন সর্বোচ্চ ৪০ রান। আর দেবদূত পাডিক্কালের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৯ রান।

লঙ্কান বোলারদের পক্ষে ২টি উইকেট নেন আকিলা ধনাঞ্জয়া। এছাড়া হাসারাঙ্গা ও শানাকা নেন ১টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদেরও। দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৬৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে বিপর্যয় সামাল দেন ধনাঞ্জয়া ডি সিলভা। অপরাজিত থেকে জয়ের বন্দরে ভেড়ান দলকে। এক ছয় ও এক চারে ৩৪ বলে অপরাজিত থাকেন ৪০ রানে। এছাড়া ৩১ বলে ৩৬ রান করেছেন মিনোদ ভানুকা।

ভারতের হয়ে কুলদীপ যাদব ২টি, বরুণ চক্রবর্তী ১টি এবং চাহার নেন ১টি করে উইকেট।

ম্যাচসেরা হয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সিরিজের অলিখিত ফাইনালে একই স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দু’দল।

এই ম্যাচের আগে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে ক্রুনালের। ফলে পিছিয়ে দেওয়া হয়েছিল নির্ধারিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments