fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবাংলাদেশপরীমনির এসব ইঙ্গিতমূলক পোস্ট কাদের উদ্দেশ্যে!

পরীমনির এসব ইঙ্গিতমূলক পোস্ট কাদের উদ্দেশ্যে!

ঢালিউড নায়িকা পরীমনির জীবনে বড় ঝড় বয়ে গেছে। কদিন আগে প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, ব্যক্তিগত সহকারী অমিসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন নায়িকা। তার বিরুদ্ধেও অভিযোগ বিস্তর। গভীর রাতে মদ্যপ অবস্থায় রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর অভিযোগ পরীমনির বিরুদ্ধে।

এসব কারণে ভালোবাসা, সহানুভূতি পাওয়ার সঙ্গে সঙ্গে কটুক্তির শিকারও হচ্ছেন বাংলা সিনেমার এই নায়িকা।

জীবনের এই ঝঞ্জাময় মুহূর্ত কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় পরীমনি। এবার এফডিসিতে বেশ কয়েকটি গরু কুরবানি করে দুস্থদের মাঝে মাংস বিতরণ করেছেন। কাজেও নেমে পড়েছেন নায়িকা। কদিন আগে শুটিংয়ের কাজে দুবাই গেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি দিয়েছেন পরীমনি। ছবির নিচে ইঙ্গিতমূলক পোস্টও করেছেন।

পরীমনির ফেসবুক পেজে রয়েছে এক কোটির বেশি অনুসারী। দেশের যেকোনো সিনে তারকার চেয়ে তার অনুসারী বেশি। ফলোয়ার বা অনুসারীদের মধ্যে সবাই কি ভক্ত বা শুভাকাঙ্ক্ষী? উত্তর হলো– না! এর মধ্যে বড় একটা অংশই প্রতিনিয়ত সমালোচনায় মেতে থাকেন। সেটা পরীমনির ব্যক্তিগত বিষয় হোক কিংবা সিনেমাকেন্দ্রিক কোনো প্রসঙ্গ।

তবে নিন্দুকেরা সমালোচনা করলেও পরীমনি তাদেরকে ভালোবাসাই দিতে চান। ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে এমনটাই জানালেন নায়িকা। ছবিগুলোতে দেখা যায়, একটি বিলাসবহুল ইয়টে বসে আছেন পরী। তার রূপের আবেদন যেন মুড়িয়ে রেখেছে ছবিগুলোকে।

জানা গেছে, গত এপ্রিল মাসে দুবাইতে গিয়েছিলেন পরীমনি। তখনই ছবিগুলো ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। এর আগেও একই ইয়টে তোলা আরেকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন নায়িকা।

এদিকে বর্তমানে পরীমনি ব্যস্ত আছেন ‘প্রীতলতা’ সিনেমা নিয়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১০ আগস্ট থেকে এই সিনেমার নতুন লটের চিত্রায়ন শুরু হবে। কিছু দিন আগেই এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। সেটা দেখে অনেকেই পরীমনির প্রশংসা করেছেন। সূত্রঃ যুগান্তুর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments