fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখুলনাকুষ্টিয়াকুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু ৭ জনের

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু ৭ জনের

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চার জনের করোনা পজিটিভ এবং তিন জনের করোনার উপসর্গ ছিল।

এ বিষয়ে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৭৭ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৪৭ জন উপসর্গ নিয়ে মোট ২২৪ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ শতাংশ।

এদিকে, ১৪ দিনের লকডাউনের নবম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু, মানুষ কোনো বাধা মানতে চাচ্ছে না, নানা অজুহাতে শহরে প্রবেশ করছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

গতকাল শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৯১ জনের কাছ থেকে ৪৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments