ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩১ জুলাই) রাতে দেশটির রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অ্যান্টনে পুল্লুর বরাত দিয়ে এফপি জানায়, শনিবার রাতে (৩১ জুলাই) পশ্চিমাঞ্চলে কিবুবার জাতীয় মহাসড়কে তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৩৩ জন মারা যান।
এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্তে বেগ পেতে হচ্ছে দেশটির পুলিশকে। এমনকি অনেকগুলো মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার (২ আগস্ট) নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের অক্টোবরে কিনশাসার আরেকটি গুরুত্বপূর্ণ সড়কে তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় ৫৩ জন নিহত হন। এছাড়া ২০১০ সালে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার উল্টে ২৩০ জন মারা যান।