প্রনঘাতী করোনাভাইরাস যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বিশ্বজুড়ে প্রতিনিয়ত কাড়তেই আছে প্রান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই ভাইরাসের তান্ডব অব্যাহত। প্রতিটি বিভাগ, জেলা উপজেলা, সর্বত্রই মৃত্যু আর সারিবদ্ধ লাশ বিভীষিকাময় দৃশ্যের সৃষ্ঠি করছে।
আজ শুক্রবার (৬ই আগষ্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় দুইজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ৮, নাটোর ২, পাবনা ২, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়ার একজন করে আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন।