ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালের করোনা ইউনিটে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১৪ জন মারা যান।
আজ শুক্রবার (৬ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন ব্যক্তি করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৫২৫ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৩ জন।
এছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।