fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখুলনাকুষ্টিয়াকুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকী দুই জন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

এছাড়াও একই সময়ে জেলায় নতুন করে আরও ১১৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৮ শতাংশে।

আজ শুক্রবার সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ২৬৭ জন ভর্তি আছেন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৯৩৯ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত ১৫ হাজার ৬১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ৫৯৮ জন মহামারি করোনায় প্রাণ হারিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments