কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এছাড়াও একই সময়ে জেলায় নতুন করে আরও ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে। তারা জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও জেলায় গতকাল ৫৭২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৬ জনের করোনা ধরা পড়ে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ২ শতাংশে।
তিনি আরও জানান, বর্তমানে জেলায় ২৩৯ করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৮১২ জন।
উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত ১৬ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৬৪০ জন।