অপেক্ষার পালা শেষ। একটু আগেই প্যারিস শহরের লে বোঁজে বিমানবন্দরে এসে পৌঁছেছেন রেকর্ড ছয়বারের ফিফা বিশ্বসেরা ফুটবলার লায়োনেল মেসি। সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতিও ও চিরো। আরো ছিলেন বাবা হের্হোমেসি।
মঙ্গলবার (১০ আগস্ট) স্থানীয় সময় বেলা তিনটার দিকে মেসিকে বহন করা উড়োজাহাজটি প্যারিসের বিমানবন্দরে পৌছায়। মেসিকে স্বাগত জানাতে সেখানে লাল গালিচার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
বিমানবন্দর থেকে নেমে মেসি সোজা চলে যান পিএসজি কার্যালয়ে। সেখানে দুই বছরের চুক্তিতে সই করেন। এরপর চলে যান স্বাস্থ্য পরীক্ষা করাতে। বুধবার, আনুষ্ঠানিকভাবে মেসিকে সবার সামনে হাজির করাবে পিএসজি। রীতি মেনে প্রিন্সেস পার্কে হবে সেই আয়োজন।
মেসি আসছেন এমন খবরেই হাজারে হাজারে পিএসজি ভক্ত বিমানবন্দরের সামনে জড়ো হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার পিএসজি সমর্থক বিমানবন্দরটির সামনে মেসির নামে স্লোগান দিচ্ছে।
মেসি বিমানবন্দরে অবতরনের পরপরই প্রথমবারের মতো পিএসজি টুইটারে একটি ভিডিও প্রকাশ করে। ১৩ সেকেন্ডের ভিডিওতে পিএসজি পরিস্কার বুঝিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে তারা চুক্তি সই করতে যাচ্ছেন।
শুধু পিএসজি নয়, পিএসজির আরেক সুপারস্টার ব্রাজিলিয়ান সুপারস্টা নেইমার নিজের ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আবারো একসঙ্গে।
এর আগে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে বার্সেলোনার বিমানবন্দর থেকে ব্যক্তিগত প্লেনে করে সপরিবারের প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মেসি। এসময় মেসির স্ত্রী নিজের ইনস্টাগ্রামে জানান, সবাইকে নিয়ে নতুন এক উদ্দেশ্যে যাত্রা শুরু।
বার্সেলোনার অভিজাত এলাকা ক্যাসেলডেফেল থেকে চারটি গাড়িতে করে মেসি তার পরিবার নিয়ে বার্সেলোনা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় সেই বাসার সামনে মেসির পিএসজি যাত্রার সাক্ষী হতে উপস্থিত ছিলেন বার্সেলোনার সমর্থকরা।
ইউরোপে সকাল হতেই খবর আসে পিএসজির চুক্তিতে সায় দিয়েছেন মেসি এবং দুই বছরের জন্য তার ঠিকানা হবে প্যারিসই। দুই বছরের চুক্তি হলেও, ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে পারবেন। বেতন-ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে তিন কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন মেসি।
আগামী শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির সঙ্গে স্ট্রাসবোর্গের খেলায় মেসিকে প্রিন্সেস পার্কে প্রথমবার দেখা যাবে। তবে দলটির হয়ে তার অভিষেক ঘটবে ২৯ আগস্ট রেমিসের মাঠে।