রাজধানীতে বুধবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মো. রাব্বানী (৩০) ও এটিএম মোতাকাব্বির হোসেন (৪২)।
পুলিশ জানায়, সকালে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. রাব্বানী গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, একই সময়ে গণভবনের বিপরীত পাশে লরির চাপায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মোতাকাব্বির হোসেন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।