fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকতালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। আফগান সরকারের সূত্রে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। দেশব্যাপী সংঘর্ষ বৃদ্ধির প্রেক্ষিতে এ প্রস্তাব এলো।

কাতারের মাধ্যমে প্রস্তাবটি দেয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার।

এদিকে, আফগানিস্তানের বৃহত্তম শহরগুলোর অন্যতম লশকর গাহে সরকারি বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সেখানকার আঞ্চলিক পুলিশ সদর দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

বৃহস্পতিবার গজনি দখলের মাধ্যমে এক সপ্তাহে মোট ১০টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে এসেছে।

অপরদিকে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের কেন্দ্রীয় কারাগারে ঢুকে পড়েছে তালেবান। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংগঠনটির যোদ্ধারা কয়েক শ’ বন্দীকে মুক্তি দিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments