fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরামেক হাসপাতালে র‍্যাবের অভিযানে ১০ দালালকে গ্রেফতার

রামেক হাসপাতালে র‍্যাবের অভিযানে ১০ দালালকে গ্রেফতার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ১০ জন দালালকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা মূলত হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যেতো।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতারের পর ১০ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর মধ্যে নাইম হোসেন (৩২), মো. মোতাসিন (৩৫), মো. ডলার (৩৫), মো. সেলিম (৩৬), মো. সাজ্জান (৫১) ও মুসলিমা খাতুন (৪০) নামের এক নারীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া হাদিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে সাত দিন, মো. হুমায়ুন (৪২) নামে আরেক ব্যক্তিকে ১০ দিন এবং রোকেয়া বেগম (৫৫) ও পলি খাতুন (২৮) নামের দুই নারীকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে র‌্যাবের পক্ষ থেকে ছিলেন মেজর আশরাফুল ইসলাম। তিনি জানান, দণ্ডপ্রাপ্তরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। এতে রোগীরা প্রতারিত হতেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তিন নারীসহ এই ১০ জনকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments