ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে জেলায় আরও ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে ৩ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। এর মধ্যে বেশি মৃত্যু হয়েছে সদরে ১৯৪ জন, শৈলকূপায় ১৮ জন, হরিণাকুন্ডুতে ৮ জন, কালীগঞ্জে ১০ জন, কোটচাঁদপুরে ৭ জন ও মহেশপুরের ৭ জন।
তিনি আরও জানান, আজ সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৬১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ফলাফলে ৩৪ জনের পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২১ দশমিক ১১ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬২৩ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছের ৭ জনসহ জেলায় মোট সুস্থ ৫ হাজার ৭৮৯ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ৪৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।