fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকনোবেলজয়ী মালালার ভিডিও বার্তায় বিশ্ব নেতাদের প্রতি যে আহ্বান

নোবেলজয়ী মালালার ভিডিও বার্তায় বিশ্ব নেতাদের প্রতি যে আহ্বান

নোবেল শান্তি পুরস্কার জয়ী পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই আফগানিস্তানে তালেবান দখলদারিত্বে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ।

সোমবার এক ভিডিও বার্তায় তিনি আফগানিস্তানের নারী, শিশুসহ বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।  সেই সঙ্গে বিশ্ব নেতাদের এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আর্তি জানান।  খবর রয়টার্সের।

তালেবানের গুলির শিকার হওয়া মামলা বিবৃতিতে বলেন, আফগানিস্তানের নিরীহ লোকজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক কিছু করার আছে।  তিনি তালেবানের কাবুল দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।  আফগান ইস্যু সমাধানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান মালালা।

আফগান পরিস্থিতি নিয়ে মালালা বলেন, এ মুহূর্তে একটি সেখানে একটি জরুরি মানবিক সঙ্কট তৈরি হয়েছে।  যা সমাধানে আমাদের সবার সহযোগিতা প্রয়োজনীয় হয়ে উঠেছে।

২০১২ সালে মালালা পাকিস্তানি তালেবানের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।  সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।  নারী শিক্ষার প্রসারে কাজ করায় তিনি তালেবানের টার্গেটে পরিণত হন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments