স্যামসাং ওয়েদার, স্যামসাং পে এবং স্যামসাং থিমসহ ডিফল্ট সব অ্যাপে বিজ্ঞাপন দেখানো বন্ধ করার কথা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
মার্কিন প্রযুক্তি সংবাদ মাধ্যম দ্য ভার্জের তথ্যমতে, টাউন হলে অভ্যন্তরীণ এক সভায় প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ এ কথা জানান।
সম্প্রতি এক বিবৃতিতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, স্যামসাং ওয়েদার, স্যামসাং পে এবং স্যামসাং থিমসহ অন্যান্য অ্যাপসে বিজ্ঞাপন দেখানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। বছরের শেষ নাগাদ নতুন এ আপডেট বৈশ্বিক ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।
প্রতিষ্ঠানটি জানায়, ভোক্তাদের প্রয়োজন ও চাহিদার পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন ব্যবহারে তাদের উদ্ভাবনী অভিজ্ঞতা দেয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। সেই সঙ্গে গ্যালাক্সি সিরিজ ও অন্যান্য হ্যান্ডসেট ব্যবহারে যেন তারা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সেজন্য আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী কাজ করে থাকি।
স্যামসাংয়ের ডিফল্ট অ্যাপস থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলার এ আপডেট কবে নাগাদ বাজারে আনা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে ইয়োনহাপ নিউজ এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আসন্ন ওয়ান ইউআই সফটওয়্যার আপডেটের সঙ্গে বিজ্ঞাপন বন্ধের এ ফিচার চালু হবে।