fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধবগুড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শিবগঞ্জে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ আগস্ট) সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী দুইজনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল ইসলাম (২৫) ও একই গ্রামের আলম মিয়ার ছেলে মিনহাজুল মিয়া (২৪)।

পুলিশ জানায়, স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে পড়াশুনা করে ওই শিশু। শুক্রবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে সে নানার বাড়ি যাচ্ছিল। এ সময় অভিযুক্ত দুই যুবক তাকে তুলে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের পর তারা পার্শ্ববর্তী ইটভাটায় ফেলে পালিয়ে যায়।

রাত সাড়ে ১১টার দিকে মেয়েটি পায়ে হেঁটে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এলে টহল পুলিশ তাকে উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিকেম) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments