দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে চার শিশু এবং মাছ ধরার সময় তিন জনসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু।
চার শিশু নিহতের ঘটনাটি ঘটেছে আজ আনুমানিক বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের মাঠে।
বজ্রপাতে চার শিশু’র মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে অপর ঘটনাটি ঘটেছে একই সময়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুবদেবপুর পীরপাড়া গ্রামে। এ সময় পুকুরে মাছ ধরছিল তারা। নিহত তিন জনের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে।
বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, চিরিরবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।