সাদা রঙের পাঞ্জাবি-পায়জামার ওপর এক হুডি জ্যাকেট পরে অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে মেয়ে শ্বেতা নন্দার সঙ্গে দেখা গেছে।
জানা গেছে, গতকাল মধ্যরাতে মেয়েকে নিয়ে লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন এই বলিউড মেগাস্টার। তবে শেষ পর্যন্ত জানা গেছে, অমিতাভের শরীর–স্বাস্থ্য ভালোই আছে। পুত্র অভিষেককে দেখতে গিয়েছিলেন সিনিয়র বচ্চন। হাতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জুনিয়র বচ্চন। গতকাল রোববার তাঁকে লীলাবতীতে ভর্তি করা হয়েছে। আর তাঁর চোট বেশ গভীর বলে জানা গেছে। তবে অভিষেকের চোট লাগার কারণ এখনো জানা যায়নি।