fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাবিশ্ববিশ্বজুড়ে প্রানঘাতী করোনাভাইরাসে একদিনে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে প্রানঘাতী করোনাভাইরাসে একদিনে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (সোমবার) বিভিন্ন দেশে আরও প্রায় সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি সাড়ে ৪৪ লাখ ছাড়ালো।

এদিন দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া। তবে টানা ৪০ দিন পর হাজারের নিচে প্রাণহানি দেখলো এশিয়ার দেশটি। সোমবার কমপক্ষে সাড়ে ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে সেখানে। আর শনাক্ত সাড়ে ৯ হাজারের ওপর।

দ্বিতীয় অবস্থানে রাশিয়ায় মারা গেছে ৭৭৬ জন। আর প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের শরীরে মিললো ভাইরাসের উপস্থিতি।

 

এদিকে, শনাক্তের দিক দিয়ে সোমবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। এদিন পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছেন ৮৭ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা সাড়ে ৩শ’র ওপর। এছাড়া সোমবার ইরানে ৬১০, ব্রাজিলে ৩৭০ ও ভারতে আড়াইশ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

এদিন বিশ্বজুড়ে করোনামুক্ত হয়েছে পাঁচ লাখ ৬৫ হাজার মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments