বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (সোমবার) বিভিন্ন দেশে আরও প্রায় সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি সাড়ে ৪৪ লাখ ছাড়ালো।
এদিন দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া। তবে টানা ৪০ দিন পর হাজারের নিচে প্রাণহানি দেখলো এশিয়ার দেশটি। সোমবার কমপক্ষে সাড়ে ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে সেখানে। আর শনাক্ত সাড়ে ৯ হাজারের ওপর।
এদিকে, শনাক্তের দিক দিয়ে সোমবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। এদিন পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছেন ৮৭ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা সাড়ে ৩শ’র ওপর। এছাড়া সোমবার ইরানে ৬১০, ব্রাজিলে ৩৭০ ও ভারতে আড়াইশ জন প্রাণ হারিয়েছেন করোনায়।
এদিন বিশ্বজুড়ে করোনামুক্ত হয়েছে পাঁচ লাখ ৬৫ হাজার মানুষ।