ছবি মুক্তির আগেই ছবির গান হিট। ‘মিমি’ ছবির দৌলতে ‘পরম সুন্দরী’র তকমা কৃতি শ্যাননের নামের পাশে। এ আর রহমানের সুরে শ্রেয়া ঘোষালের গাওয়া গান ‘পরম সুন্দরী’র সঙ্গে ইতিমধ্যেই বলিউড, টলিউডের তাবড় নায়িকা রিল ভিডিয়ো বানিয়ে ফেলেছেন।
কিন্তু নেটাগরিকদের চোখে যে এই তকমার এক মাত্র যোগ্য ব্যক্তি পরমব্রত চট্টোপাধ্যায়! তাঁর ছবি ফটোশপে ফেলে মনের মতো করে সাজিয়ে মিম বানিয়ে ছেড়ে দিয়েছেন তাঁরা। দেখতে দেখতে ভাইরাল সেই পোস্ট।
একের পর এক রিল ভিডিয়ো দেখতে দেখতে নেটাগরিকদের মনে বোধ হয় প্রশ্ন জেগেছিল, সবাই কি সত্যিই ‘পরম সুন্দরী’ গানের সঙ্গে মানানসই? কৃতি শ্যাননের মতো ক’জনই বা নাচে-লাস্যে মাতাতে পেরেছেন?
এ দিকে টলি-অভিনেতার নামের শুরুতেই ‘পরম’ শব্দটি বর্তমান। সেই জায়গা থেকেই সম্ভবত নেটাগরিকেরা বেছে নিয়েছেন তাঁকে।