নিউজিল্যান্ড ব্যাটসম্যান ফিন অ্যালেন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আজ তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। অ্যালেনের মৃদু উপসর্গ আছে। ইংল্যান্ড থেকে ‘দ্য হানড্রেড’ খেলে বাংলাদেশে এসেছেন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম এসেছিলেন ২০ আগস্ট। ঢাকায় হোটেলকক্ষে আইসোলেশনে ছিলেন এই দুই ক্রিকেটার।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল।
নিউজিল্যান্ড ক্রিকেট বলছে, বাংলাদেশে আসার পরই পজিটিভ এসেছে তাঁর। ইংল্যান্ডের বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সব রকম টেস্টে নেগেটিভ হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটা বিমানে ঢাকা এসেছেন এ ব্যাটসম্যান। টিকাও নেওয়া ছিল অ্যালেনের।
আপাতত বিসিবির অধীনে চিকিৎসা নিচ্ছেন অ্যালেন। নিউজিল্যান্ড দলের ম্যানেজার মাইক স্যান্ডল বলেছেন, বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ মানের চিকিৎসাই দেওয়া হচ্ছে অ্যালেনকে, ‘ফিনের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক এটা। আপাতত সে ঠিকঠাক আছে। আশা করি, দ্রুত সেরে উঠবে, তার টেস্টে নেগেটিভ আসবে এবং শিগগিরই ছাড়া পাবে।’ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরীর সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান চিকিৎসক প্যাট ম্যাকহিউয়ের যোগাযোগ হচ্ছে বলেও জানানো হয়েছে।
স্যান্ডল আরো জানিয়েছেন যে, বিসিবি ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়েছে। ‘বাংলাদেশ ক্রিকেটের কর্তৃপক্ষ খুবই পেশাদারী দেখাচ্ছে এ ব্যাপারে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
আপাতত একটা নির্দিষ্ট সময় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে হবে অ্যালেনকে। এরপর টানা দুই দিন যদি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ আসে, তবেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। এখন পর্যন্ত তাঁর বদলি হিসেবে কাউকে নেওয়ার ঘোষণাও দেয়নি নিউজিল্যান্ড।
আজ ঢাকা পৌঁছার পর তিন দিনের কোয়ারেন্টিনে থাকবেন নিউজিল্যান্ড দলের সদস্যরা। এ সময়ের মধ্যে দুই দফা কোভিড-১৯ টেস্টের ভেতর দিয়ে যেতে হবে তাঁদের। সবকিছু ঠিকঠাক থাকলে এরপরই অনুশীলনে যোগ দিতে পারবেন তাঁরা।