fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধ১০ বছরেও আসামী ধরতে না পেরে ব্যবসায়ীকে জেলে পাঠায় পুলিশ

১০ বছরেও আসামী ধরতে না পেরে ব্যবসায়ীকে জেলে পাঠায় পুলিশ

ঠাকুরগাঁওয়ে দশ বছরেও প্রকৃত আসামিকে ধরতে না পেরে একই নামের নিরপরাধ এক ব্যবসায়ীকে জেলে পাঠায় পুলিশ। পরে ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পেয়ে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসারের শাস্তি দাবি করেছেন ওই নিরপরাধ ব্যক্তি।

গ্রেফতার হওয়া ব্যবসায়ী মঙ্গলবার সন্ধ্যার পর জেল থেকে মুক্ত হয়ে রাতেই সাংবাদিকদের কাছে তার দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জেল থেকে মুক্ত হওয়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি একজন নিরপরাধ ব্যক্তি। বিনা অপরাধে বালিয়াডাঙ্গী থানার ওসি আমাকে জেলে পাঠিয়েছেন। ওসি আমার কাছে মোটা অংকের অর্থ চেয়েছিল, আমি দিতে অস্বীকার করায় আমাকে জেলে পাঠিয়েছে।’

নিরপরাধ স্বামীকে জেলে পাঠানোয় আব্দুর রাজ্জাকের স্ত্রী রুপসানা আক্তার বলেন, ‘আমার স্বামীকে গ্রেফতার করার পর আমি ওসির কাছে যাই। তিনি আমাকে চোরের বউ বলে খারাপ ভাষায় গালিগালাজ করেন এবং থানা থেকে তাড়িয়ে দেন। আমি ওসির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

তারা জানান, সোমবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বাজারের মেইন রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকার সময় পুলিশ পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের স্বজনরা বালিয়াডাঙ্গী থানায় গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে বলা হয় তার নামে চুরির মামলা রয়েছে।

পরে পরিবারের লোকজন মামলার কাগজপত্র তুলে জানতে পারেন, ২০১১ সালে ১৬ জুন জেলার রাণীশংকৈল থানায় সাইকেল চুরির একটি মামলায় ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments