fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালরামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৭ জনের মধ্যে রাজশাহীর ৩, নাটোরের ১, নওগাঁর ২  ও কুষ্টিয়ার ১ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২০৯ জন।

এদিকে, জেলায় মোট ৩২৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে পজেটিভ এসেছে ৫৮ টি। শতকরা হিসাবে যা ১৭ দশমিক ৭৪ শতাংশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments