কুষ্টিয়া করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের করোনা ও ১ জনের উপসর্গ ছিল।
এছাড়াও গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৫৬ শতাংশ।
বর্তমানে হাসপাতালে ৯১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৩ জন উপসর্গ নিয়ে মোট ১২৪ জন ভর্তি রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া করোনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আশরাফুল আলম।