টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার সদর উপজেলার আলোকদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই এলাকার আলতাফ প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম পেশায় অটোচালক।
আজ দুপুরে র্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইলের কোম্পানীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার প্রতিবন্ধী ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে লেবু বাগানে নিয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম ধর্ষণ করে। পরে ওই শিশু ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়। ওই দিনই শিশুর বাবা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর ওই শিশুর বাবা র্যাবের কাছেও একটি অভিযোগ দেয়। পরে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গত দুইদিন আগেও অভিযুক্ত শফিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিল। পরে স্থানীয়দের মাধ্যমে তা সমাধান করা হয়।