fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়শিক্ষা প্রতিষ্ঠান খুলতে দুপুরে বসছে আন্তঃমন্ত্রণালয় সভা

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে দুপুরে বসছে আন্তঃমন্ত্রণালয় সভা

৩১শে আগস্ট স্কুল-কলেজের ছুটি শেষ হচ্ছে। মহামারির প্রকোপ কমে যাওয়ায় কবে থেকে স্কুল-কলেজ খুলবে তা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের সেই নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী-উপমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং তিন সচিব যোগ দেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধিদপ্তরের মহাপরিচালক এবং করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সভার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল বুধবার গণমাধ্যমে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আমাদের সব প্রস্তুতি তো রয়েছে। সামনের দিনগুলোতে আমরা কি পদ্ধতিতে আগাবো, টিকা কার্যক্রমকে আরও কত দ্রুততার সঙ্গে করা যায় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments