fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেপ্তার

২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি, স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহিম বিন ওয়াজেদ ফাইনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাকে গ্রেফতার করে।

ফাহিমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা ছাড়াও কোতোয়ালি থানায় আরও ৫টি মামলা রয়েছে।

এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) উপ-পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার সঙ্গে জড়িত ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিকালে শহরের কানাইপুর এলাকা থেকে ছানোয়ারকে আটক করে ডিবি পুলিশ।

ছানোয়ারের বিরুদ্ধে নাটোর, নওগাঁ ও নোয়াখালী জেলায় প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

আটকদের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ।

সংবাদ সম্মেলনে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments