আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫০ জন। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহত আফগানদের মধ্যে ২৮ জন তালেবানের সদস্য রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবানের কর্মকর্তা বলেন, আমেরিকানদের চেয়ে বেশি লোক আমরা হারিয়েছি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ১৩ মার্কিন সেনাসহ ৯০ জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের একটি সহযোগী সংগঠন দায় স্বীকার করেছে।
তালেবান নেতা জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, ইসলামিক এমিরেটস (তালেবান ঘোষিত আফগানিস্তান রাষ্ট্র) কাবুল বিমানবন্দরে বেসামরিক মানুষদের লক্ষ্য করে বোমা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
তালেবানের এ মুখপাত্র বলেন, এই বিস্ফোরণ যে স্থানে ঘটেছে সেটি মার্কিন সেনাদের নিরাপত্তার দায়িত্বে ছিল।
তালেবানের আরেক মুখপাত্র সুহাইল শাহীন টুইটারে এক বিবৃতিতে বলেছেন, তাঁরা নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি কঠোর নজর রাখছেন।