রাজধানীর মিরপুরের গ্যাস লিকেজ দুর্ঘটনায় বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) চিকিৎসাধীন অবস্থায় আরো এক জন মারা গেছেন।
নিহত নারীর নাম রওশনারা বেগম (৭০)। ওই দুর্ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান শুক্রবার, বিকেল ৩ টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা মারা যান। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। বিস্ফোরণের ঘটনায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি আছে।
বুধবার দিবাগত রাতে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে গ্যাসের পাইপ লাইন থেকে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে শিশুসহ সাত জন দগ্ধ হন।