গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে ইসলামিক স্টেটের ‘পরিকল্পনাকারীকে’ হত্যা করেছে যুক্তরাষ্ট্র। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগাহর প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) সদস্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে একজন নিহত হয়েছে এবং সেখানে কোনো বেসামরিক নাগরিক ছিল না।
স্কাই নিউজের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বৃহস্পতিবার আইএসআইএস-কে এর আত্মঘাতী বোমা হামলায় ১৬০ জনের বেশি আফগান, ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। সেই ঘটনার প্রতিশোধ নিতেই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।
কাবুলে বোমা হামলার ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আইএস সদস্যের প্রাণ কেড়ে নিল যুক্তরাষ্ট্র।
সূত্র: স্কাই নিউজ।