মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে মৃতদের মধ্যে তিন জন করোনা পজেটিভ ছিলো এবং পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া তিন জনের সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা। তারা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফাতেমা খাতুন (৫৫), ত্রিশালের আক্তারা (৪৮) ও ফুলপুরের নুরুল ইসলাম (৭০)।
এছাড়া এই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে ময়মনসিংহের চার জন ও নেত্রকোনার একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফিরোজা খাতুন (৬০), মুক্তাগাছার আবদুল কাদের (৪৫), নান্দাইলের মোর্শেদ (৬২), গৌরীপুরে নজরুল ইসলাম (৫৬) ও নেত্রকোনা জেলার পূর্বধলার ফরিদা আক্তার (৩৫)।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৪ জন। এর মধ্যে ১৭ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৬২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৬০ শতাংশ বলে জানান জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।