বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। তবে আগের থেকে কিছুটা কমেছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে প্রায় সাড়ে চার লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে দৈনিক মৃত্যুতে সবার উপরে রয়েছে রাশিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৭২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৪৫ লাখ ১৪ হাজার ৮৫২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ১৩৯ জন মানুষ। আর করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৯৫০ জন।