কক্সবাজারের টেকনাফ সড়কের দমদমিয়া বিজিবি চেকপোস্টে ডগ হ্যান্ডেলার তল্লাশি চালিয়ে মাদকের চালান ও টমটমসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার বিকালে টেকনাফ হতে হ্নীলা জাদিমোড়াগামী একটি টমটম (ইজিবাইক) কে কুকুর দিয়ে হ্যান্ডেলারগণ তল্লাশি চালালে চালকের সিটের নিচে গন্ধ নিয়ে রহস্যজনক আচরণ করে। পরে চালকের সিটের নিচে ব্যাটারির খাঁচার ভেতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৪২লাখ ৯০হাজার টাকা মূল্যের ১৪হাজার ৩শ পিস ইয়াবা পাওয়া যায়।
এসময় টমটমচালক উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাছর পাড়া এলাকানর মৃত সৈয়দ হোছনের ছেলে মোঃ মনজুর আলী (২৪) কে আটক করে টমটমটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও টমটমসহ আটক মাদক পাচারকারীকে নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।