fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশবরিশালবরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্যের কোটায়

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্যের কোটায়

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় টানা দুই মাস পর করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানা গেছে। সোমবার সকাল পর্যন্ত  ২৪ ঘণ্টায় বিভাগে কোনো রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। সর্বশেষ ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল।

তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে গোটা বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১৩ জন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়। তবে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কারো মৃত্যু হয়নি। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনেই রয়েছে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৮৩২ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৯ জন নিয়ে মোট ১৭ হাজার ৮২৬ জন, পটুয়াখালীতে নতুন ১৮ নিয়ে মোট ছয় হাজার ২৮জন, ভোলায় নতুন ৪৫ জনসহ মোট ছয় হাজার ৪৪৯ জন, পিরোজপুরে নতুন ৫ জনসহ মোট পাঁচ হাজার ১৫৩ জন, বরগুনায় নতুন চারসহ মোট তিন হাজার ৭১৫ জন ও ঝালকাঠিতে নতুন দুই নিয়ে মোট চার হাজার ৫২৭ জন রয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments