বরুণ ধবন তখন তরুণ। কলেজে পড়তেন। ত্রাণ তহবিলে চাঁদা তোলার জন্য বন্ধুদের সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন তিনি। শাহরুখ খানের বাড়ির সামনে এসে বরুণ তাঁর বন্ধুদের বললেন, ‘‘এটা শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’। এখানে চাঁদা তুলতে গেলে অনেক টাকা পাব।’’
মহা আনন্দে বন্ধুরা মিলে শাহরুখ খানের বাড়িতে গিয়ে বেল বাজালেন। কিন্তু দরজা খোলার পরেই হতভম্ব হয়ে গেলেন ডেভিড ধবনের ছেলে। মুখে কিছু না বললেও তিনি ভাবতে থাকেন, ‘‘কিছু গন্ডগোল রয়েছে। ইনি তো শাহরুখের স্ত্রী নন, কে তবে?’’
মনের মধ্যে নানা প্রশ্ন নিয়ে বাড়ি ঢুকলেন বরুণ। মাকে প্রশ্নও করে ফেললেন তিনি। তার পর যা জানতে পারলেন, আজ মনে পড়লে হাসি চাপতে পারেন না বলি তারকা।
দরজা খুলেছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কিন্তু বরুণের কল্পনার জগত অন্য যুক্তি দিয়ে সাজানো ছিল। তাঁর কাছে গৌরীর কোনও অস্তিত্ব ছিল না। তিনি জানতেন কাজল এবং শাহরুখ দম্পতি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ দেখার পর থেকে তাঁর বদ্ধমূল ধারণা ছিল, এঁরা অবশ্যই বিবাহিত!
আর তাই যে দিন তিনি জানতে পারলেন, বাস্তব ও পর্দার জগত সম্পূর্ণ আলাদা, সে দিন চমকে গিয়েছিলেন তারকা-সন্তান। গৌরীকে দরজা খুলতে দেখে তাঁর মনে হয়েছিল, এখানে তো কাজলের থাকার কথা!
সূত্রঃ আনন্দবাজার অনলাইন।