চট্টগ্রামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে চন্দানাইশের হাশিমপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়া সভায় গাছবাড়িয়া ছাত্রলীগের নবগঠিত এবং পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যার দিকে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।