fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশকুমিল্লাবঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে উত্তেজিত জনতার ভাঙচুর

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে উত্তেজিত জনতার ভাঙচুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলায় ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির সামনে অগ্নিসংযোগ করা হয়। খন্দকার মোশতাকের বাড়ির কয়েকটি দরজা ও জানালা ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, হামলার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।

এর আগে গত ২৫ আগস্ট খন্দকার মোশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও নাতি (বাবুর ছেলে) খন্দকার ইফতেখার আহমেদ শাদের বিরুদ্ধে কুমিল্লার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পারিবারিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments