সচেতন বার্তা, ১ জুলাই:বরগুনায় রিফাত হত্যা মামলায় এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বরগুনা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন অলি ও টিকটক হৃদয়। অলি এজাহারভুক্ত ১১ নম্বর ও টিকটক হৃদয় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত বুধবার সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। পরদিন সকালে রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় মামলা করেন।